শরীর ও স্বাস্থ্য

বুকের কফ বের করার সিরাপ এর নাম ।

ঠান্ডা, সর্দি, কাশি আমাদের সকলের কাছেই একটি পরিচিতি রোগ। আর মানুষের এই ঠান্ডা এবং সর্দিকাশি দীর্ঘ সময় ধরে লেগে থাকার কারনে বুকে জমা হয় কফ। বুকে কফ জমা হলে আমাদের নিশ্বাস নিতে কষ্ট হয় এবং সবসময় বিরক্তিকর কাশি হয়ে থাকে। তাই এটি দ্রুত নিরাময় করতে আমরা জানতে চাই বুকের কফ বের করার সিরাপ ও ঔষধ এর নাম।

বুকের কফ বের করার সিরাপ এর নাম এবং দাম।

 

বুকের কফ বের করার সিরাপ

 

ঠান্ডা দীর্ঘ সময় ধরে লেগে থাকার কারনে আমাদের বুকে কফ জমা হয়ে যায় এবং কফ দীর্ঘ সময় বুকে জমাট বাঁধার ফলে অনেক মারাত্মক আকার ধারন করে। বুকে কফ জমা হলে আমাদের নিশ্বাস নিতে কষ্ট হয়। সবসময় বিরক্তিকর কাশি হয়। তাই আমরা দ্রুত বুকের জমাট বাধা কফ দূর করতে চাই। বুকের কফ বের করার বেশ কয়েকটি উপায় রয়েছে। তবে এখন আমরা জানবো সবচেয়ে কার্যকরী বুকের কফ বের করার সিরাপ সম্পর্কে।

নিচে কয়েকটি বুকের কফ বের করার সিরাপের নাম উল্লেখ করা হলো :

  • Mucosple – মুকোসপেল
  • Ambrox – এমব্রক্স
  • Recof – রি-কফ
  • Ocof – ও-কফ
  • Tuspel – টোসপেল
  • Grilinctus – গ্রিলিনকটাস
  • Lytex – লাইটেক্স
  • OneCof – ওয়ান-কফ

পড়ুন: গলার কফ দূর করার ট্যাবলেট

এই সিরাপ গুলো বুকের কফ দূর করতে খুবই কার্যকরী হয়ে থাকে।

বুকের কফ বের করার সিরাপ এর দাম ।

এই সিরাপ শুধু সেবন করলেই হবে না। তা সঠিক নির্দেশনা অনুযায়ী সেবন করতে হবে। তানাহলে বেশ পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হতে পারে। তাই যেকোনো প্রতিনাশক সেবনের আগে ডাক্তারের পরামর্শ নিবেন।

নিচে বুকের কফ বের করার সিরাপের দাম এবং ব্যবহার বিধি উল্লেখ করা হলো :

  • Mucosple – মুকোসপেলঃ এটি দিনে দু-বেলা খাবার পর সেবন করতে হবে। ১০০ মিলি সিরাপের মূল্য ৪০ টাকা। একাধারে ৬/৭ দিন সেবন করলে কফ নিরাময় হয়ে যাবে।
  • Ambrox – এমব্রক্সঃ এমব্রক্স সিরাপটি দিনে দু-বেলা খাবার পর সেবন করতে হবে। একটি ১০০ মিলি এমব্রক্স সিরাপের মূল্য ৫০ টাকা।
  • Recof – রি-কফঃ এই সিরাপটি দিনে তিন বেলা সেবন করতে হবে। একটি ১০০ মিলি রি-কফ সিরাপের মূল্য ১০০ টাকা।
  • Ocof – ও-কফঃ এই সিরাপটি দিনে তিন বেলা  সেবন  করতে হবে । একটি ১০০ মিলি ও-কফ সিরাপের মূল্য ১১০ টাকা।
  • Tuspel – টোসপেলঃ এই সিরাপটি দিনে দু-বেলা সেবন করতে হবে। একটি ১০০ মিলি টোসপেল সিরাপের মূল্য ৮০ টাকা।
  • Grilinctus – গ্রিলিনকটাসঃ এই সিরাপটি দিনে তিন বেলা সেবন করতে হবে। একটি ১০০ মিলি গ্রিলিনটাস সিরাপের মূল্য ৬০ টাকা।
  • Lytex – লাইটেক্সঃ এই সিরাপটি দিনে তিন বেলা সেবন করতে হবে। একটি ১০০ মিলি লাইটেক্স সিরাপের মূল্য ৫০ টাকা।
  • OneCof – ওয়ান-কফঃ এই সিরাপটি দিনে দু-বেলা সেবন করতে হবে। একটি ১০০ মিলি ওয়ান-কফ সিরাপের মূল্য ৫০ টাকা।

আপনারা এই সিরাপ গুলো থেকে যেকোনো একটি ব্যবহার করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *